এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম সৰ্গ । A RS বিজ্ঞাপিল কুমারের শুভাগমকথা । অচিরে ঘোষিল বার্তা লঙ্কার মাঝারে ; আনন্দে মঙ্গলধ্বনি ধ্বনিল চৌদিকে । হেমন্ত-পীড়িত দুঃখী বনস্থলীমাঝে বিহঙ্গম জয়ধ্বনি ঘোষেরে যেমতি বসন্তের সমাগমে, কলকণ্ঠ তুলি ; অথবা যেমতি শুষ্ককণ্ঠ যাত্রিদল দগ্ধ-মরুদেশে, নিনাদে উল্লাসে লভি জলদের বারি, বিন্দুমাত্র ; সেইমত “জয় কুমারের জয়” ধ্বনিল চৌদিকে। কিন্তু, হায়, এ সময়ে অকস্মাৎ যেন বিস্ফারিত নেত্রে হেরি বারেক মহীরে, শিরে করাঘাত করি ভাসি লোহম্রোন্তে, তারাদলে সমপিয়া বিশ্বরাজ্যভার, ডুবিলেন দিনমণি পশ্চিমগগনে। মুহূর্তে পশিল ধ্বনি রাবণগোচরে।