এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ষষ্ঠ সর্গ সময়—রাত্রি । রাবণের ভোজনগৃহ—রাবণ, মহীরাবণ ও সারণ। কথোপকথন ও মন্ত্রণা-নিৰ্দ্ধারণ | নিকষার আগমন ও উত্তেজন । অস্তে গেলা দিনদেব, আইলা রজনী, আঁধার অঞ্চলে মুখ আবরি মানিনী নিশানাথ-আদর্শনে । তারা-সখীদলে জিজ্ঞাসেন মৌনভাবে—“কোথা এই কালে রহিলা কলঙ্ক শশী ? বিলম্ব কেন বা ?” আঁখির পলকে সখী, হাসিয়া যেন বা, উত্তরেন—নিরুক্তর । গভীর নিশ্বসি, ধীরে ধীরে বারিধিরে শুধান রূপসী— “তুমি কি দেখেছ তারে ? তোমারো হৃদয় মথিছে কি তাহার বিহনে ? উৰ্ম্মিচয় তব, ভালবাসে হেরিতে র্তাহারে, ফুলি উঠে গরবের ভরে । আজি সব ভুলি বিলম্বেন কোথা তিনি কহিব কেমনে ?