ষষ্ঠ সর্গ । >s ○ SS S SSAAAMSMMSAS SSAS SSAS SSAS SSAS SSASAS A SAS SSAS SSAS SSAAAASSSSJSSSSJ SSS JSSSAAAASSSS S S S S S S হৃদয় আঁধার, সখি, তাহার বিহনে । হয় নাথ”—বলিতে বলিতে সতী, নিশনাথ, অপরাধি-সম, ধীরে ধীরে আসি দুরে দাড়াইলা ত্রস্ত। আপন ভুলিয়া, ভূলিলা মানিনী রোষ হাসিয়া হাসিয়া চাহিলা তাহার পানে অঞ্চল তুলিয়া । তারা-সর্থীদল, তখনো তেমনি, আঁখি মিটিমটি, পরস্পরে আবেশে নিরখি, কহিলা যেন বা রজনীরে--“ছিছি ধিক্ তোরে, নাম ডুবাইলি ; একদও ঠিক হ’য়ে নারিলি রহিতে ? তা’ না হ'লে, এইমাত্র সাধিত চরণে ধরি এবে কষ্ট, কোথা সে আদর ?” নিশার সে হাসি হেরে, ফুলিয়া উঠিল উন্ম গুমরে গুমরে বিষাদিনী । নিশা, নিশানাথ, তারাদল সহ, বিহরিলা সুখে উন্মত্ত, বিহবল ৷ ক্রমে ক্লান্ত নিশাকান্ত পড়িলা ঢলিয়া, অলস রজনী ক্ষীণ রহিল চাহিয়া । বহিল নিশীথবায়ু ভোজন-আলিয়ে সাগর-আলয় হ’তে । রজত-কৌমুদী
পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।