এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
3રbr রাঘব-বিজয় কাব্য । বিদারবে হিয়া তব শুনিলে সে কথা,— শাণিত অসির ধারে প্রহার বালারে ছেদিল তাহার নাসা মুহূৰ্ত্তমাঝারে । শুনি আৰ্ত্তনাদ, খর, সুধন্বী দুষণ, অমনি আইল ধাই রক্ষাহেতু তারে। কিন্তু বৃথা । কপটসমরা যুগ, একে একে বিনাশিল দেহে । বিনাশিল রক্ষসৈন্ত, মায়াবী মানবদ্বয় কি কৌশল করি, অগণিত। অবশেষে, শিলাময়সেতুরূপ কঠিন নিগড়ে, বারিধির বক্ষ বাধি ইন্দ্রজালবলে, আক্রমিল। এই পুরী অঙ্গদের সহ, সসৈন্তে । এ কলঙ্ক, হায়, বৎস, রাখিব কেমনে ? এই স্বর্ণলঙ্কাপুরী শক্রর লাঞ্ছিত ? বেষ্টিয়াছে, হায়, নর-ঋক্ষ-কপিকুল এই মহাপুরী, ত্রিলোক-বিখ্যাত যা’র বীর-কীৰ্ত্তি-যশঃ ? কিন্তু কি বিষম মায়া জানে নরদ্বয়ে, বীরপূন্ত লঙ্কা প্রায় করিয়া তুলিল । কতবার বঁধিলাম, বধিলাম কতবার ; মরিয়া বঁচিল !