এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ষষ্ঠ সর্গ। 8 ്--പ്പണുബ്ബ്. মোর, কহিব কেমনে ? সমৰ্পিমু লঙ্ক আজি তোমার সুকরে। হ০ বিশ্বজয়ী ; এই আশীৰ্ব্বাদ পিতা করে তোমা আজি ।” সমরে বিগতস্পৃহ সচিব তখন অসমর্থ হয়ে যেন, রহি মৌনভাবে, চাহিলা মহীর মুখে সতৃষ্ণ-লোচনে । অমনি সে কক্ষমাঝে বিদ্যুতের সম পশিলা নিকষা আসি চঞ্চল-চরণে । দাড়াইলা পিতা-পুত্র, সচিবপ্রধান সসন্ত্রমে, গ্রহিলেন আসন মহিষী ৷ “কি জল্পনা, কি মন্ত্রণা”—শুধিলা কোণপী“হইতেছে পিতা-পুত্রে মন্ত্রী সহ আজি ? শুনিতে পারে কি কহ, জননী তোমার ? শরতের নিশা প্রায় হইয়াছে গত, এই দেখ পাণ্ডুবর্ণ দীপশিখা এবে,— ততোধিক পাণ্ডুবর্ণ ইন্দ্রজিৎ আজি দলিত কুসুম-সম রয়েছে পড়িয়া । প্রেত-আত্মা তা’র উদ্ধে অঙ্গুলি-নির্দেশে দেখাইছে এ পুরীর উত্তরতোরণ ; প্রতিহিংসা মাগিতেছে পিতার গোচরে,