পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । Ꮌ☾Ꮼ রজতকিরণমালী প্রশাস্ত-নয়নে হেরিছেন সে সুষমা বসিয়া নীরবে । ঢলিয়া পড়িছে শোভা ভূবন ভরিয়া । সাগর-আলয় হ'তে মৃদুল মৃদুল বহিতেছে সমীরণ লঙ্কা-অভিমুখে । গভীর মৰ্ম্মর-রব সাগরের মুখে উঠিতেছে রহি রহি আকাশ ভেদিয়া । শারদপ্রকৃতি সতী কুসুম-কুন্তলা সাজিয়াছে নানা সাজে ভুবনমোহিনী । হেনকালে রঘুসেনা মণ্ডল-আকারে থানা দিয়া বসিয়াছে লঙ্কার চৌদিকে । কেহ পটগৃহতলে রত হাস্যরসে, কেহ মহীরুহমূলে বাপৃত ভোজনে চৰ্ব্ব, চুম্বা, লেহ, পেয় । কোথা নৃত্যগীতে প্রমত্ত সৈনিকবৃন্দ, আনন্দকৌতুকে । কেহ বা ভূধর-কক্ষে পরীক্ষা করছে শেল, শূল, চৰ্ম্ম, বৰ্ম্ম, অসি, ভিন্দিপাল । কেহ বা গড়িছে বিবিধ আয়ুধরাশি আয়ুধ-আগারে। কোথাও বা বসি, হরিঋক্ষ-সেনাদল, রাক্ষসকুলের ধ্বংস