এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
9פאמי রাঘব-বিজয় কাব্য সবে মন্দ আস্কন্দিতে। কটিতটে কোষে অসি ঝঙ্কারিল ত্রাসি । নল, জাম্ববান, কম্বুকণ্ঠ লক্ষ্মণের সহ, সদালাপে হরি কাল, অপেক্ষা করিলা বসি পটগৃহদ্বারে। দীর্ঘরব দীর্ঘভূরী ল’য়ে নিনাদিলা সুসঙ্কেতে প্রভুর ইঙ্গিতে । মুহূর্তে অমনি, শিষ্টভাবে বীরশ্রেষ্ঠ রঘু অনীকিনী, যে যাহার পদে সবে সশস্ত্র হইলা ৷ জলিছে দীপ শিখরে শিখরে, বৃক্ষশাখে, ভূমিতলে, সাগরসৈকতে । উড়িছে পতাকা শুভ্ৰ, সুমন্দ অনিলে। প্রফুল্ল উৎসাহ-পূর্ণ-উজ্জ্বলআনন, হেরিল নীলের সেনা ; ঝন ঝঙ্কারে, আঘাতি কৌতুকভরে কৃপাণে কৃপাণে, যুঝিছে পদগ-যুগ । কোথাও আবার, মল্লযুদ্ধে রত বীর ক্রীড়ার উদ্দেশে। কোথা লক্ষ্য ভেদি, সুদূর উচ্চশিখরে, বিধিছে শায়ক ধনুৰ্দ্ধর । এ ভাবে রণ-উল্লাস দেখাইছে রাঘবে কৌশলী। প্রফুল্ল হৃদে, সহাস বদনে