এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অষ্টম সর্গ সময়-উষা । মহারাবণের আগমন ; হমু সহ সাক্ষাৎ ও কথোপকথন ; রাঘবশিবিরে প্রবেশ ; রামলক্ষ্মণকে হরণ করিয়া পাতালে গমন; চণ্ডীপূজা ও নরবলির উদ্যোগ : বিভীষণ ও হনুমানের বিবাদ ও মিলন ; রাঘবশিবিরে গমন ও রামলক্ষ্মণের অদর্শনে বিলাপ ; জাম্ববানের মন্ত্রণ ও হনুমানের পাতালগমন । হেনকালে সুরপথে অসুর-রাক্ষস ভাসিতেছে মেঘলোকে কমিকলেবর। কন্তু মসীবিন্দুসম গগনের ভালে, আকাশ-পঞ্জরে কভু বিরাট মূতি বিহঙ্গের সম উড়ি পক্ষ বিস্তারিয়া আঁধার করিছে ক্ষণ জ্যোতি চন্দ্রমার । কন্তু বোমসাগরের রত্নহারিপ্রোয় ডুবিছে সাগরতলে রত্ন লভিবারে ; কখনো বা ইতস্ততঃ মণ্ডল-আকারে ভ্ৰমিতেছে নিশাচর কালকূট-ভরা ।