এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রাঘব-বিজয় কাব্য । SAAAA SAAAAA AAAASASASMSM SMSMSMA SAMSAASAASAASAAAS মলয়-আলয় হ’তে। স্বর্ণসৌধমালা ঝলসিছে আভাময় । স্থির দীপাবলী অন্তরে, বাহিরে, নভোমণ্ডলে উজলি, স্তরে স্তরে সাজায়েছে মন্দার-কুসুমমালা লঙ্কার মস্তকে । নীরব নিস্তব্ধ ধরা ; রহিয়া রহিয়া ধ্বনিতেছে শুধু, দেীবারিক-কণ্ঠজাত সঙ্কেত-স্বচক অবোধ কঠোর ভাষা, গম্ভীর নিনাদে জাগাইয়া প্রতিধ্বনি আকাশে, অর্ণবে ; তখনি আবার হিল্লোলে হিল্লোলে ভাঙ্গি দূর দূরতরে, মিশিতেছে সেই রব অনন্ত আকাশে । সহসা জাগিলা শূন্ত, সে ঘোর আরাবে মুহুমুহু আলোড়িত করি লঙ্কাপুরী। অন্ত্রের ঝঙ্কার সহ যোধের হুঙ্কার, জা-নিৰ্ঘোষ মুহুমুহ, অবিরত ভূকম্পন, বিশ্বনাশী জাল,— অকস্মাৎ প্রকৃতির প্রশান্ত মূতি করিল করাল, ভীম । আবার তখনি ‘জয় রাম’ নাদে, যেন সে তীব্র অনলে হয়ে গেল পুর্ণাহুতি। নীরব ধরণী ।