পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ՊԵր রাঘব-বিজয় কাব্য । অদুর হইতে রক্ষঃ হেরিলা সহস, মহাদ্রুতবেগে, ছুটিয়াছে অশ্বারোহী বীরচতুষ্টয়, পশ্চিমতোরণ হতে উত্তরাভিমুখে । চিনিলা কেমনে মহী— তা সবার মাঝে দীপ্ত ইক্ষুকুশেখরে । পশিলে শূর আপন শিবিরে, অপেক্ষা করিলা রক্ষঃ সুসময়-তরে। ক্ষণেকঅন্তরে, বহিরিলে বীরগণ বিদায় লভিয়া, শুনিলা মহী উৰ্দ্ধদেশ হ’তে যে মন্ত্রণ বীরবৃন্দ করিলা তখন রক্ষিতে এ মহাবৃহি তাহার সমরে, কিংবা তার ইন্দ্রজাল-কুহক হইতে । সুস্পষ্ট শুনিলা একে কহিছে অন্তেরে ;“আসে যদি পিতা তব দুর্জয় পবন, কতু না ছাড়িবে দ্বার কহিনু তোমারে । পরম মায়াকৌশলী রক্ষেন্দ্রনন্দন ।” শূন্য হ’তে নিশাচর হেরিল তখনি, সাবধানে চলি গেলা যে যা’র প্রদেশে । কতক্ষণ নর-রিপু মহাশূন্ত্যমাঝে ভাসিতে লাগিলা ঘন জলদের সম ।