পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אלמ রাঘব-বিজয় কাব্য পাইয়াছি মহাবলি, যা থাকে কপালে।” বামনেত্ৰে পলক পড়িল ৷ বামবাহু স্পন্দিল অমনি । কিন্তু “জয় মাতঃ, চণ্ডবিনাশনি,” বলি শূর অতর্কিতে, ক্ষিপ্ৰহস্তদ্বয়ে, উঠাইলা দেহদ্বয় তুলসম-লঘু। আত্মঘাতী যথা, তৃণ সম ভীম অসি তুলে সে নিমেষে। কিংবা যথা মন্দভাগ্য দিবা, আপন-নিধন-তরে তুলে সে মস্তকে, দিনহর শশধরে সন্ধাসমাগমে । মন্ত্রবলে ধরণীর অন্ত্র ভেদ হ’য়ে, প্রকাটল ভয়ঙ্কর সুড়ঙ্গ বিশাল স্বচ্ছজোতি-বিভাসিতরাজপথ-সম, মুহূৰ্ত্তে মহীর নেত্রে ভাতিল সে পথ । মায়াবী রাক্ষসাধম, একলম্ফে প্রবেশিয়া সে সুড়ঙ্গপথে আসি উপজিলা আশু রসাতলপুরে, ভোগবতী স্রোতস্বতী যথায় গোপনে কহিছেন মৃৰ্ম্মকথা তটের শ্রবণে । ঘূমিছে সে বারিরাশি অন্তরিত-তেজে, জলিছে বাড়বানল আঁধার-দহনে ;