পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

blyళి রাঘব-বিজয় কাব্য মাত্র নাহিক সংশয় । মায়াবি রাক্ষস, এখনি পশিলি পটমণ্ডপ-ভিতরে,— এই দণ্ডে, হেরিবারে শ্রীরাম-লক্ষ্মণে ; কিহেতু কহিস্ তবে বহুক্ষণ প্রভূপাশ্ব তাজি, শিবিরের মৰ্ম্ম নাহি জানি ? নিশ্চয় সাধিলি বাদ। ভাবিলি কি মূঢ়, ভাবিলি কি ছলিবি হতুরে ? দণ্ডাঘাতে মুণ্ড তোর ভাঙ্গিব এখনি, রক্ষাধম, কে রক্ষিৰে তোরে ? এতদিনে চিনিয়াছি তোরে ; রে কপটি, দস্তুপটি এখনই চুর্ণিব তোর। বল ত্বর করি, কি মায় এ সব আজ ? 'মহী-নামে পুত্র, মিশেছে আসি রাবণের সহ, কহিলি প্রভূরে ভও ; এই বুঝি অর্থ তার ? কহ শীঘ্র করি। অথবা কি মিত্ররূপধারী মহী তুই ? না পারি বুঝিতে। ধরা পড়িয়াছ আজি, যে হও সে হও ; নাহিক নিস্তার আর ” “এ বৃথা গঞ্জনা মোরে কেন দেও, বলী । নহে দোষী বিভীষণ । অন্তর্যামীজানে অন্তর্যামী, রক্ষ-চর-দাস, কিংবা