পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있Cr রাঘব-বিজয় কাব্য প্রফুল্ল-কমলদল-অধর । মনোহর হৰ্ম্ম কোথা ভূধরশিখরে, কোথা সরোবরনীরে, কোথা সমতলে, শোভিতেছে অভিময়, নানা-রত্ন-মণিমুক্ত-প্রবাল-খচিত। চলেছে বৈদেহীহর সে কাননপথে, নীরবে ; তস্কর যেমতি পশে দেবালয়ে । উদিছে আজি বিবিধ প্রাচীন-স্মৃতি নিশাচর-হৃদে ৷ আপনার সনে কামী কহিছে আপনি— “এই শেষ, শেষবার দেখিব সাধিয়া । নহে বহুদিন, একদা অম্বরপথে ভ্ৰমিতেছিলাম সুখে বিজয়গৌরবে ; হেনকালে হীনপ্রভ করি নভশ্চরে, তড়িল্লতাসম রম্ভ হেরিনু চলেছে ছড়ায়ে রূপের ছটা ; ভাতি-বিমণ্ডিত- * কান্তি দিব্য গ্রহবর যথা ধায় শূন্তপথে । চলেছে রূপসী ব্ৰহ্মলোকে, পিতামহ-পদ্মাসন-তলে । জর্জর মদনশরে ধারন্থ তাহারে বক্ষে তুলি। সেই দণ্ডে আঁধার হষ্টল খ-মণ্ডল । ঘোর