এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
RSO * রাঘব-বিজয় কাব্য আকাশ-সম্ভব বাণী আকাশ-কুসুমসম, নামমাত্ৰশেষ।” ক্ষণ এইভাবে চিন্তি কুসুমেযু-সেবী, চলিতে লাগিল৷ মৌনে দৃঢ় পাদক্ষেপে। অতিবাহি পথ নিকটলে নিশাচর, চেড়ীদল হাসি’ বন্দি নতশিরে আসি পাশ্বে দাড়াইল, প্রফুল্ল কুসুম যথা সমীরণে হেরি। সুধিলা রাবণ—“কহ সফল সাধনা ? আজি কি উত্তর দিলেন সুন্দরী ?” “আর কি কহিব দেব ?”—উতরিলা রামা—“যেইমত এতদিন নিবেদিতু পদে, সেই এক কথা ; আজিও তেমতি, শূরেশ্বর। সেই এক হাহাকার, একই উত্তর । তব কামানলে দীর্ঘশ্বাস হ’ক ধূমসম, অশ্রু হউক আহুতি, প্রাণ তব যজ্ঞকাষ্ঠরূপে কষ্টে হ’ক প্ৰজলিত ;– তবু, বিফল সাধনা। আপনি ভজিয়া দেখ পুনঃ, আমরা আহুতি দিব তাহে ।” এত বলি মৃদু হাসি নীরবিল চেড়ী। বসি শুষ্ক লতাগৃহে রাঘব-বাসনা