পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>ペ রাঘব-বিজয় কাব্য । পুনঃ আরম্ভিল দুষ্ট—“নমস্কার দেবি, কে জানে এ হেন দুঃখ তোমার কপালে । তব সম রূপ, এমন মোহন ছট, তরল যৌবন, স্ববর্ণ-বাঞ্ছিত বর্ণ, আভা দেবোপম,—মুনিজনমনোলোভা । গড়িলা বিধাতা এমন সুন্দর-কান্তি বনচর-তরে ? রাজেন্দ্র পাইলে রত্ন যত্ন করে তারে ; দরিদ্র পারে কি কভু চিনিতে সে ধনে ? কিন্তু, লো সুন্দরি, যথাযোগ্য পদ তব, মিলাইলা বিধি এতদিনে । এই যে বিশাল পুরী, অগণিত ধন, রত্ন, বিবিধ ভূষণ, প্রতিহারী, পরিচর, ভূধর, কানন, অরণ্যানী,— সকলি তোমার ; তব পদতলগত । এই অন্তঃপুরে, এ মনোমন্দিরে, তুমি ধনি, একমাত্র উপাস্ত-দেবতা । যাহা ইচ্ছা, কর অনুমতি । ভক্তজন মাগে বর, বরাঙ্গনে, দেহ বর তারে । কড় কি নিষ্ফল হেন পূজা ? অনঙ্গ আপনি পুরোহিত ; কঙ্কণ-কিঙ্কিণি-ধ্বনি শঙ্খ