পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সৰ্গ । সময়—পূৰ্ব্বাত্ন । যুদ্ধ। রাবণ ও বিভীষণের বিতও। পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ। ভূকম্প উভয় সেনার ইতস্ততঃ পলায়ন ও রণশেষ । হেথায় তুমুল রণে রাঘবীর চমূ 24 মাতিয়াছে বীরমদে রক্ষচমু সহ। রামশুন্য রণভূমি হেরি রাঘবারি উঠিলা প্রাচীরশিরে, রিক্তহস্ত বলী, হেরিতে সমরক্রীড়া ; ঘন পয়োবাহ যথা বিন্ধগিরিশিরে। হেরিলা দু’পাশ্ব হ'তে সহর্ষ অস্তরে, সুপাশ্ব, পিঙ্গল, রক্ষসেনাপতিদ্বয়, নাগ-রক্ষ-সেনা ল'য়ে পশিয়াছে ভেদ করি রাঘবীর বৃহ, পশ্চিম-তোরণ-অগ্রে। বজ্ৰদংষ্ট্র কপিশ্রেষ্ঠ, হরিসৈন্ত ল'য়ে, অঙ্গদের সেনা সহ মিশিছে পশ্চাতে। সর্পগুচ্ছ যথা, বন্ধীক হইতে, বাহিরায় ভীম