এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
একাদশ সর্গ । *8は S S SSSSSS MMAS SJSAMSMS SMSMSSSSSSSAAAASA SAASAASAASAASAASAAMJJSJAJAAAS নাহিক নিস্তার পোলন্ত্যের ? নতুবা কি একা এই ভূজবলে বিমুখি এখনি সেই বিশাল বাহিনী রণমত্ত, জয়ে পরাজয় হেন হইত কখন ? কিন্তু, হায়, বৃথা চিন্তা। হইয়াছে হইবার যাহা । অতীতের শোচনা নিষ্ফল। ফিরি দিব ?—কি ফল এখন ? সকলি ত গত, বাকী কি রয়েছে আর? ফিরি দিলে সীতা, কেবল নীচতামাত্র, ঘৃণিত ভীরুতা । এ জীবনে কখনও হইবে না তাহা । বরঞ্চ সমরক্ষেত্রে, জম্বুকে চুম্বিবে ছিন্নমুণ্ড বজ্ৰতুণ্ড-নখাঘাতে অক্ষিকনীনিক হ'বে বিগলিত ; অন্ত্ররাশি কুৰুরের দন্তে দন্তে হইবে চৰ্ব্বিত – সে-ও শ্রেয়ঃ-কল্প মানি । তথাপি কখন প্রতিজ্ঞাঙ্খলন মোর হবে না জীবনে । কিন্তু পৌরজন, মহা-সন্ত্ৰাসিত, ঘোরতর বিপর্যস্ত এবে। এ অরিষ্টপাতে যত ক্লিষ্ট, ততোধিক রুষ্ট সবে আজি । যাইব বারেক হেরিবারে ভগ্নপুরী