পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२€t8 রাঘব-বিজয় কাব্য । S AASAASAA AAASA SAASAASeeeSAASAASAASAASAASAASAASAASAAAS -- . حیےہمی معیبہ بر حقہ عم. .معيم يمر اضي যোগীন্দ্র, এই কি তোমার উক্তি ? জগতে কৰ্ম্মই মূল, স্বত: ফলপ্রন্থ। কিন্তু সে নিযুক্ত কৰ্ম্ম জননী-জঠরে ; নাহিক অন্যথা তা'র । সে কৰ্ম্মপ্রভাবে, এ হেন দুৰ্গতি তব ; কে রোধে তাহারে ? অদৃষ্ট ইহাই, রক্ষশ্রেষ্ঠ , অনিবাৰ্য্য প্রতাপে সে লইছে তোমারে ক্ষয়পথে। নির্মুল ?'নির্মূল নহে অণুমাত্র ভবে। কালের আঘাতে, রূপ হতে রূপান্তর, দেহীর চিরস্বভাব । মুক্ত কে জগতে ? অচিরে কালসংযোগে যুক্ত হবে তুমি, ধীমান্‌। তাই তোমা’ আইনু হেরিতে একবার ; এই দেহে আর না হেরিব।” আক্ষেপিল৷ রক্ষোগুরু । শাস্ত শিষা উত্তরিলা দেবে— “মহাগুরে, কৰ্ম্মস্রোতোময় আত্মা ; সেই ধৰ্ম্ম তা’র, সদা পরিবর্তশীল। সেই পরিবর্তনের, অন্ত সংজ্ঞামাত্র কৰ্ম্ম এ জগতীতলে। প্রতি অণু,পরমাণু, সদা পরিবর্তশীল অস্তরিত-বেগে । সেই বেগ চিরাগত-স্বধৰ্ম্ম-জনিত ।