এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
S8 রাঘব-বিজয় কাব্য । SAASAASAASAASAASAA AAASAASAASAASAASAASAASAASAASAAASSS S SMSeAeASAS SSAS SSAS SSAS SSAS বিভীষণে, বায়ুসুতে, আর যত রঘু সৈন্তে, যত্ন যথাবিধি কর মহৌষধে অবিলম্বে " এতেক বলিয়া বসিলেন ভ্রাতৃদ্বয়, কুশাসনে মৃগচৰ্ম্ম পাতি ; কুশাসনে বসিলেন ঘেরি চারিদিকে নল, নীল, জাম্ববান, বিভীষণ শূলী, অঙ্গদ, সুপর্ণ, উগ্র, সুগ্ৰীব সকলে । “পীড়া আমি পাই নাই দেহে, সমধিক” উত্তরলা ইন্দ্রজিৎ-জেতা ; “সু-ঔষধে নাহি প্রয়োজন তাত, নিবেদি চরণে ” তখন সুষেণ, বস্তুশাস্ত্র-বিশারদ, মুহূর্তে আনিলা মহৌষধ। পরিষ্কারি অঙ্গক্ষত খুলি বীরসাজ, রঘুরাজ দিলা মাখাইয়া ভ্রাতৃদেহে সে ঔষধ কোমল পরশে । সমল রতনে যথা পরিষ্কারি শিল্লিবর, সলিলপ্রক্ষেপ মাখায় শরীরে তা’র অতি সাবধানে। অঞ্জনানন্দন, বিভীষণ, ঘ্ৰাণ ল’য়ে সে ঔষধ দিলা ফিরাইয়া অমুচরে। রাঘবে সম্মান করি অমোঘপ্রতাপ