এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বাদশ সর্গ। সময়—মধ্যাহ্ন । মন্দেরগৃহে রাবণের আগমন। উভয়ের আক্ষেপ । রাণীর নিকট রাবণের বিদায় ও ক্ষমাপ্রার্থন । রাবণের নিলক্ষ্য গমন । লঙ্কাবাসিমুখে রাবণের নিজনিম্বাশ্রবণ। পরাজয়চিন্তা। অস্ত্রাগারে প্রবেশ ও নিৰ্জ্জনে চিন্ত । সেনাপতি অন্তকের প্রবেশ । যুদ্ধসজ্জার আদেশ । সেনাপতির বিদায় ও যুদ্ধসজ্জা । উঠিছে উল্লাসপূর্বনি রাঘবশিবিরে ; কঁপাইয়া বিশ্বকেন্দ্র “জয়রাম” নাদে ; ছুটিছে পবন ঘোর উন্মত্ত নৰ্ত্তনে, মহাদৰ্পে গর্জিছেন জলকুলেশ্বর । বাকশূন্ত, রুদ্ধশ্বাস যেন এতক্ষণ ছিলেন প্রকৃতি সতী ; প্রকৃতিস্ত এবে । তীব্ৰজালাময় তেজ: রবিকুলপিত সংবরিল সেইদণ্ডে পুলকিতত ।