পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সগ । ኟፃ¢ -*-*-r" আহবানিছে বীরদৰ্পে রক্ষ-অনীকিনীদলে রঘু অনাকিনী। বিলম্বে সময়ক্ষয় ; আদেশ’ যেমতি অভিরুচি ” “সেনাপতি, অভিরুচি ? অভিরুটি জিজ্ঞাসিছ মোরে ? অস্তপ্রায় দিবাকরে, জিজ্ঞাসহ কিবা অভিরুচি। অথবা সে অধঃক্ষিপ্ত ব্যোমভেদী ভূধরশিখরে, জিজ্ঞাসহ অভিরুচি কিবা ? ফুরায়েছে জীবলীলা ত্রিলোকবিখ্যাত রক্ষকুলেশ্বরে আজি ! কেবা মহারাজ, কেবা লঙ্কা-অধিপতি ? অন্তক, জীবের অন্ত আছে কি জগতে ? কিন্তু মহাবাহু, পরবীরঘাতী তুমি বিদিত জগতে, বলেশ্বর ; তব সনে বৃথা এ জল্পনা ; হয় ত অপ্রীতিকর তব ! চারিযুগে অমর রাবণ । জান কি এ কথা ? ব্ৰহ্মদত্ত বরে, ব্ৰহ্ম-অস্ত্রে,— পরের অবধ্য-দেহ, বিশ্ৰবা-কুমার। তার পর, মৃত্যু-অস্ত্র, কহিলা জননী, স্বরক্ষিত নিজপুরে ; স্বয়ম্ভু স্বয়ং, সেঅস্ত্র-প্রহরী। কি ভয়, হে বাহুবলেক্স,