ত্রয়োদশ সগ । **盤 AAAAAAAS AAAAA AAAA AAAA SeAAA SAAAAA AAAA AAAA AAAAMS A SAS SSAS SSAS SSAS SSAS A SAS A SAS SSAS SSAS তুমি হোম, হোত, ফল অনন্ত অপার ; তোমার চরণে, রবি, কোটি নমস্কার ॥ ২ প্রাচীন-তরঙ্গ-চক্র, স্থৈৰ্য, স্বৰ্য্য, তুমি ; স্থাবর, জঙ্গম, জড়, তুমি মূলভূমি, আদি সত্তা ; তুমি অণু, তুমি পরমাণু, সৰ্ব্বপ্রাণহেতু তুমি, হে ভাস্বর ভানু। একমাত্র জয় তুমি, দেহ জয় দীনে, হে শক্তি, অনন্ত শক্তি দেহ দেহ-মনে । দয়াময় দয়া করি নাশ এ বিকার, সবিতা, চরণে তব কোটি নমস্কার ॥” ৩ ! গাইয়া এ মহাস্তোম দীপ্ত তানলয়ে, চলি গেলা ঋষিবর অনন্ত আকাশে । আচমন করি গুচি নরেন্দ্র তখন উচ্চে উচ্চারিলা মুগ্ধ সে প্রাচীন স্তবে। ধ্বনিল বিমানে গীতি সহস্র বদনে, গন্ধৰ্ব্ব-চারণ-দেব কি যক্ষ-কিন্নর ভক্তিভরে সমস্বরে অনন্ত গগনে গাহিলা গুরুগম্ভীর সে সিদ্ধ-সঙ্গীত । মুগ্ধ চরাচর বিশ্ব ; পবন, অর্ণব, আচল, নিশ্চলভাবে শুনিলা সে গাথা ।
পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।