পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నిరిగి রাঘব-বিজয় কাব্য । শরৰিদ্ধ। গদ গদাঘাতে, অসিপত্র নিন্ত্রিংশপ্ৰহারে, চূর্ণচূর্ণ হ’য়ে, উড়ি গেল শূন্তপথে মহাবেগভরে । শেল, শূল, জাঠ, নারাচ, পটিশ ভয়ঙ্কর, ছুটিল বিদারি’ শূন্ত ক্ষিপ্তগ্রহসম । আবার ঘুরিল বোম, কঁাপিল বস্তুধা। বারিপতি ভীম গর্জে মূৰ্ছিয়া পড়িল৷ বেলাভূমে। খেন, গৃধ্র, কাককুল, চক্রে চক্রে ঘুরিতে লাগিল নভোদেশে, ঘোর রবে আকুলি চৌদিক। বিস্ফারিত নেত্রে রক্ষঃ চাহি উৰ্দ্ধদেশে, ক্ষণকাল ; বোধ, স্মৃতি, ক্রিয়া, আপন অস্তিত্ব, রণক্ষেত্র, ভূলিলা সকলি অকস্মাৎ । সেই দণ্ডে অন্তরাত্মা হ'তে, ভেদি ওষ্ঠাধর যেন, বহিরিল শেষ কথা—“ক্ষম অপরাধ দয়াসিন্ধু, একবিন্দুদয়-বিতরণে । কিনা তুমি জান প্রভূ ।” অমনি মাতলি কহিলা সুসার কথা সম্বোধি রাঘবে— “কাল পূর্ণ হইয়াছে কৌণপের আজি, সমাগত রাবণের নিধনসময়