এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্ৰয়োদশ সর্গ। OOH xہبیعیہ حسیہہ سیاہ صیحیx ব্রহ্মনিরূপিত, নাথ, কহিমু তোমারে। আর কেন কালব্যাজ ? হান অস্ত্র এই সুসময়ে। ওই দেখ পাশ্বদেশে তব, ব্ৰহ্মদত্ত অস্ত্র এবে সুরক্ষিত, বলী ; গড়িলেন পিতামহ স্বকরে আয়ুধে ত্রিভুবনজয়হেতু সহস্রাক্ষ-তরে। সেই অস্ত্র রক্ষোরিপু দিয়াছেন আজি মম সনে । সাধ দেবকার্য, দেব, দ্বিধা নাহি করি । দ্বিধাখণ্ড হ’য়ে এখনি এ রণক্ষেত্রমাঝে, পড়িবে বৈদেহী-হর নিজকৰ্ম্মবশে । মৰ্ম্মাঘাতে নাশ’ রিপু, বিলম্ব না কর।” চাহিল অম্বরে নাথ মৌনভাবে আকুল নয়নে। যে উদ্দেশু সাধিবার তরে, এতই আয়াস সহি আইলা এ পুরে ; আজি দয়াময়, যেন সে-উদ্দেশু-সাধন-সময়ে,—সমাগত হেরি সেই কাল, আকুল হইল শোকে বিকল-হৃদয় । শিথিল হইল মহাবাহু । সেই দণ্ডে আকাশসম্ভব বাণী নিনাদিল ঘোররবে নরেন্দ্রশ্ৰবণে,