পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళల్ఫిన్రీ রাঘব-বিজয় কাবা । তব ; কিছুতেই, বুঝিয়াও বুঝিলে না তুমি। মহৌষধ বিকারে যেমতি, হায়, সকলি বিফল হ'ল মোর ভাগাদোষে । পুরাকালে, যোগীশ্বর, ইন্দ্ৰিয়নিকরে জয় করি জিতেন্দ্রিয় হইল আপনি ; তাই প্রতিহিংসাবশে সে ইন্দ্রিয়কুল নির্জিত করিল তোমা' অবসর লভি । নতুবা এ হেন মতি হইবে তোমার কোন্‌হেতু ? ত্রিভুবনজয়ী বীর তুমি, তুমি যাও ছদ্মবেশে ছলিতে নারীরে ? কহ নাথ, কোন্‌ গুণে সীতা, মোর সনে তুলনীয় ? কুল, শীল, রূপে, কিসে সীত তুলা মোর, কিসে উচ্চ সে বা ? কোন মোহ বশে, মহেশ্বাস, হরিলে তাহারে তুমি, কহিব কেমনে ? প্ৰজলিত-হুতাশনসম সে রাঘব, সীতা তার স্বধারূপ ভবে। তাই সে হইলে ভষ্ম, আর তব সনে ভস্ম হ’ল রক্ষোবংশ, রক্ষকুলখাতি। মহারাজ, রাজপাপে জর্জরিত হয় রাজা, কহিমু তোমারে ;–হৃন্মৰ্ম্ম