পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२२ রাঘব-বিজয় কাব্য । মথিছে আমারে, ভাঙ্গিছে হৃদয়পিণ্ড অসহ আবেগে ! হায়, এই ধরাতলে পর-কৰ্ম্মফল, ভুঞ্জে জীবকুল কেন, কে কহিবে মোরে ? কি দোষ করিলা রাণী ; হা বিধাতঃ, এ দারুণ মৰ্ম্মব্যথা কেন র্তার ভালে আজি, বুঝিব কেমনে ? যাহা ইচ্ছা তব, নাথ, হইবে সময়ে ; আমি কে তাহার, এ রহস্ত চাহি উদঘাটিতে ?” কুহেলী-মণ্ডিত নেত্ৰে চাহিলী রাঘব উৰ্দ্ধদেশে, বোম ভেদি দৃষ্টি যেন, দূর দুর্তর দেশে উঠিছে অজ্ঞাতে। মৃদুস্বরে ঋক্ষপতি কহিলা রাঘবে—“কিনা তুমি জান, দেব ? কা’র সাধা বুঝাইবে তোমা' ? জন্ম-জন্মান্তর-কৰ্ম্ম ফলে এই লোকে । কে রোধে বিধির গতি ? এ বিলাপ তাজ, নরমণি এবে অস্ত্যকাৰ্য্য, নাথ, হ'ক রক্ষেশের ; যথাবিধি কর অমুমতি।” উক্তরিলা বিভীষণ—“হায়, নাথ, হইয়াছে হইবার যাহা । এবে কর অনুমতি, যথাবিধি প্রেতকার্য হ’ক