এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রাঘব-বিজয় কাব্য । নীরবিল রঘুনাথ। মহিষীরে ধরাধরি করি সুবর্ণশিবিকাসনে, ল'য়ে গেল চেড়ীদল পুরীর মাঝারে, মূৰ্ছগতা। ধ্বনিল অমনি গভীর নিনাদে তুর্য্যধ্বনি, রণশেষ ঘোষি লঙ্কাপুরে। শান্তি, মহাশান্তি, এবে বহুদিন পরে বিরাজিল পুরীমাঝে, সমরপ্রাঙ্গণে । বরষিলা শশধর সুনীল গগনে রজত-আলোক, পূরি বিশ্বচরাচরে। কতক্ষণে বিভীষণ পশি লঙ্কাপুরে বাহিরিলা অগ্রজের অগ্নিহোত্র ল’য়ে । আইলেন রক্ষেদ্বিজ, সদস্ত, ঋত্বিক, হোত, পট্টবস্ত্র পরি । কাতারে কাতারে বহিরিল ভারবাহী, বহিয়া বিষাদে চিতাকাষ্ঠ সুচন্দন, সুগন্ধি অগুরু, মণি, মুক্ত, স্থত, দধি, পূত গঙ্গোদক। রাক্ষসরমণী যত আইল পশ্চাতে মৃদুগতি, দরদর আসার লোচনে । রক্ষোদ্বিজগণ আসি কোৰ্ষিকবসন পরাইল রাজ-অঙ্গে অতি সসন্ত্রমে ;