এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম সর্গ। 战》 অগ্রসর । নাশি রক্ষে সুপ্রভাত হ’লে, বিজয়-পতাকা শিরে বাধিয়া প্রতাপে, ফিরিবে সুসিদ্ধকাম আপন শিবিরে অনায়াসে ।” এত কহি নীরবিলে সুধী, “জয় রাম, জয় সুমিত্রানন্দন, ভাগ্যধর, জয় প্রভু জানকীবল্লভ” নাদ, সহস্ৰ বদন ভেদি উঠিল গগনে। কঁপাইয়া মহার্ণব, র্কাপাইয়া রণস্থলী, শৃঙ্গে শৃঙ্গে জাগাইয়া প্রতিধ্বনি বিকট নির্ঘোষে, পশিল রাক্ষসপুরে সে মহানিৰ্ঘোষ ভয়ঙ্কর । চমকিলা লঙ্কাপুরী, রক্ষোদল জাগিলা চমকি ; জাগিলা শয়ন-কক্ষে রক্ষেন্দ্র দুৰ্ম্মতি ।