পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই গ্রন্থকারের অন্যান্য গ্রন্থ। ১। ত্রিদিব-বিজক্স কাব্য। भूना २\श् ऎक। সমালোচকগণের মত | নব্য-ভারত –১৩০৩, চৈত্র। ত্রিদিব-বিজয় কাব্য —ঐশশধর রায় প্রণীত। এ একখানি মহাকাব্য। বৃত্রসংহারের পরে এমন কাব্য বাঙ্গালাভাষায় আর লিখিত হয় নাই। কোথাও কোথাও গ্রন্থকার মাইকেল মধুসূদন ও হেমচন্দ্র বন্দোপাধায়কে অতিক্রম করিয়াছেন। মহেশ্বরের অনুগ্রহে তারকাসুর স্বর্গের সিংহাসন অধিকার করিয়াছেন। দেবগণ পলায়ন করিয়া হিমালয়ের গুহায় আশ্রয় লইয়াছেন। সেই নীরব নির্জনপ্রদেশে অনুতাপে দেবরাজেয় প্রায়শ্চিত্তের আরম্ভ— “-ছিমু দেবরাজ আমি স্বৰ্গ-অধিপতি।” ইত্যাদি। আর একদিন বিজয়ী বলদর্পিত তারকাসুরকে এইরূপে