পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 রাঘব-বিজয় কাব্য দয়াময়। আর এই বৃদ্ধ,—আপনার পথ পরিবেক চিন্তিবারে ; অনর্গল বিশাল সংসার, রাজা, কহিনু তোমারে সত্য। তবে, জীবমানে লঙ্কা-অধিপতি ‘বীরপূন্ত লঙ্কাপুরী’ কহিবে যে সবে, এ বেদন রাখিলার, তিলেক নাহিক স্থান ত্ৰিজগতমাঝে । কোথা গেল ভূজবল, যে ভূজের দাপে কাপে স্বরপুরে দেব, অতল পাতালে নাগ, যক্ষ যক্ষবাসে ; ভূজগ যেমতি ভূজগ-অশনে হেরি আপন বিবরে । কিহেতু ডরাও তুমি নরের সমরে ? ভিখারী সে বনচারী, তুমি নরাস্তক রাজেশ্বর । রক্ষকুলে যত পড়িয়াছে বীরবৃন্দ, চিররণশায়ী তারা ; উজলি লঙ্কার মুখ, বীরের শয্যায় এবে বিরাম লভিছে । কাল পূর্ণ হ'লে, কহ, কে রক্ষে কাহারে ? কিন্তু কেমনে ভুলিলে, কে তুমি ? জনম তব কোন মহাকুলে ? নাহি কি স্মরণ, স্বয়স্থর বরে মৃত্যু আয়ত্ত তোমার ?