এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় সৰ্গ । లి: তেমতি পুরস্ত্রী অশ্রুসিক্ত-শীতোঞ্ছাসে গলিতেছে অমুতপ্ত এ দগ্ধ হৃদয় । ডুবে পাপে এই পুরী, তুলিব কেমনে ? ব্যালগ্ৰাহী বালে যথা উদ্ধারে স্ববলে বিল হ’তে ; পত্নী সেইমত, পাপ-পঙ্কবিল হ’তে, স্বীয় কৰ্ম্মবলে, উদ্ধারেন স্বপতিরে বিধির বিধানে । কিন্তু হায়, হেন ভাগ্য আছে কি কপালে ? সাধী সীত, কতমতে আরাধনা করিমু দেবীরে স্বচ্ছন্দে যাইতে চলি নিজপতিপাশে, ক্ষমা করি অপরাধ। অনুচরসহ স্বর্ণাশবিকা আনিমু। নিজ দয়াগুণে ক্ষমিলেন দয়াময়ী । কিন্তু কোনমতে ন হইলা রত সতী যাইতে স্ববাসে, যতদিন বাহুবলে উদ্ধারি তাহারে নাহি লন রঘুমণি । তখনি বুঝনু, নাহিক নিস্তার আর এ দুস্তর-কালে । ডুবিল, ডুবিবে লঙ্কা নাহিক উপায়। কি আছে কপালে আর কহিব কেমনে। কিন্তু এই দেহে, নাথ, জীবন রহিতে,