পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । 86. SAAAAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA SAAAAA SAAAAAS AAASASASSeSSeSSeSSMSSSMSSSMSSSMSJMASAS SSAS SSAS SSAS SSAS SSASMS MA MAAS AAASASASS ঝরে শুষ্কনেত্রে নীর। তাই এ কাননে,— কত মুখে গরবিণী তুই লে লতিকে, পল্লবকুসুমময়ী সদা সুহাসিনী,— দীতার পরশে তোর হয়েছে এ দশা । পড়িয়াছে ক্ষিতিতলে ; বিষাদে লোচনবারি ঝরিছে নীরবে । এ স্বর্ণলঙ্কার হইয়াছে যেই দশা, তোরো সেইমত । চির-অমঙ্গলরূপী ধরণী-দুহিত । মায়ের জঠর হতে বহিরিনু যবে, বিদীর্ণ করিনু তার বক্ষ হলাঘাতে ; রঘুকুলে রঘুবধু হইয়া, লো লতে, ডুবাইলু সেই কুল অকুল সাগরে ; র্যার হাতে সঁপিলেন বিধি, অভাগিনীভাগ্যদোযে তিনি, পতিত দুঃসহ তাপে,— কি আর কহিব। পাষাণের সম নিশাচরকুল, চূর্ণ চুর্ণ হইতেছে, যেই দিন হতে পদার্পণ হেথা মম। তুমি, লো কাননবন্ধু, ঝরিবে না কেন অশ্রু তব সীতার পরশে ? ভাবিনু জুড়াব