এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভূমিকা। সৰ্ব্বত্রই এবং সৰ্ব্বকালেই জাতীয় সাহিত্য যেমন জাতীয় চরিত্রের পরিচয় দেয়, তেমনই জাতীয়চরিত্রগঠনেরও সহায়তা করে। এ দেশও ঐ নিয়মের বহির্ভূত নহে। বৰ্ত্তমান সময়ে এই গ্রন্থ যে উদ্দেশ্যে প্রকাশিত হইল, তাহা সহজেই অনুমেয়। সে উদেশ্ব কিয়ৎপরিমাণে সাধিত হইলেও শ্রম সফল জ্ঞান করিব । শ্ৰীযুক্ত বলাইচাঁদ গোস্বামী মহাশয় এই গ্রন্থের ছাপার ভুল অনুগ্রহ করিয়া আদ্যোপান্ত সংশোধন করিয়া দিয়াছেন। কেবল তাহাই নহে, ইহার রচনার স্থানে স্থানে যে সকল ক্রটি ছিল, তন্মধ্যে অধিকাংশই তিনি বিশেষ পাণ্ডিত্য, সদ্বিচার ও সহৃদয়তার সহিত সংশোধন করিয়া দিয়াছেন। এজন্য র্তাহার নিকট কৃতজ্ঞ রহিলাম। ইতি । রাজসাহী। । বৈশাখ, ১৩১০ } গ্রন্থকার ।