এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8b" রাঘব-বিজয় কাব্য নিবারেন দেবী ?” রোগীর প্রলাপসম সুধিলা জননী । “স্বরামুরজয়ী শুর গেলে রণস্থলে,—পূৰ্ব্বকথা স্মরি বুঝি আকুল কুলদা । তাই নিবারেন সতী উভ-কুল রক্ষিবার তরে !" কহিলেন রক্ষোবধূ সুকৌশল করি। অবলার চিরধৰ্ম্ম,—তাই এবে অস্তরের কথা বহিরিল সরমার ওষ্ঠাধর ভেদি । উত্তরিলা মনস্বিনী রাণী মন্দোদরী । “তা' নহে সরমা ; বুঝ নাই কথা তুমি । তা' হ'লে কি কভু”—চমকি উভয়ে স্তব্ধ উঠিলা সহসা । মূহুমু হু ভূকম্পনে কপিল বিশাল লঙ্ক, উচ্ছ্বাসিল বারিদলপতি ; বেলাভূমি পড়িল মূৰ্ছিয়া । মড়মড়ি অরণ্যানী পড়িল ভূতলে । বধিরিল বোমকর্ণ ভৈরব আরাবে। “জয় রাম, জয় সুমিত্রানন্দন” ধ্বনি পশিল শয়নকক্ষে মৰ্ম্মতল ভেদি । শিহরিলা মন্দোদরী, সরমা সুন্দরী ; নারিলা লড়িতে যেন, নারিলা রঙ্গিতে ।