পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। (ථ AeMASAeMAeAAASAASAASAA AAAA SAM SAAAAA AAAA AAAAS AAAAAA নাচিতেছে লহরে লহর তুলি,চিরসোহাগিনী। স্বর্ণসৌধশ্রেণী অভ্ৰভেদী, পবিত্র মন্দির শতশত—শিবলিঙ্গ যথা, শঙ্খ-ঘণ্টা-ঝঞ্চ-রোলে, ধূপ-দীপবিশ্বপত্রে, ভক্তিভরে সতত পূজিত, সুরমা উদ্যান কত, প্রমোদকানন, শোভাময়ী লীলাময়ী করিয়াছে চিরসুবিখ্যাত লঙ্কাপুরী । সেই চিত্র কোন ভিতে চিত্তমুগ্ধকর। এ হেন সভায় বসিক রাধিপতি ; পাত্ৰ-মিত্ৰ-আদি সভাসদ মানভাবে বসি চারিদিকে ; শতশত-তরঙ্গ-বেষ্টিত মহার্ণবমধ্যভাগে শৃঙ্গধর যথা উৰ্দ্ধশির। শত শত নাসাপুটে অস্ফুট আরাবে প্রবাহিল দীর্ঘশ্বাস সভাতল জুড়ি ; “ঝটিকার পূৰ্ব্বে যথা ঘনঘনোহ্লাস” বহে জুড়ি, বিক্ষোভিত করি, পারাবার। কতক্ষণে শুষ্ককণ্ঠ সচিব সারণ কম্পিত-ত্রিতন্ত্রী-সম কহিলা প্রকাশি,