এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় সর্গ। &&. ব্যস্তে সেবিল রাক্ষসে । মহাকোলাহল উঠিল সে সভাগৃহে ; আৰ্ত্তনাদ ঘন । সহসা দিনেশ রবি গভীর আঁধারে হ'লে আচ্ছাদিত, উচ্চ কলরবে যথা দিবাচর বিহঙ্গম পূরে নভস্থলী। কতক্ষণ পরে, রক্ষেন্দ্র-নাসিকারন্থে, বহিল গভীর শ্বাস, গুহাবদ্ধ বায়ু যথা দরীমুখ ভেদি । লোচন মুদিল ; খুলিল নিবদ্ধ মুষ্টি, পঞ্জর পড়িল ; জাগিলা রক্ষেন্দ্র ধীরে সৰ্ব্ববলহত । সজললোচনে উৰ্দ্ধে চাহি শৈব যেন অজ্ঞাতে করুণস্বরে লাগিলা কহিতে— “হায় শস্তু, হায় বামদেব, হে পিনাকি, একবারে তেয়াগিলা এ অধম জনে, দেব? প্রতিকূল এককালে এই রক্ষকুলে তুমি ? হায় পুত্র, যমদমী, রক্ষকুল-চুড়া ইন্দ্রজিৎ—পড়িলে কি আজি বনবাসী নরের সমরে ? দেব তেজেময়, ভষ্ম বৰ্ত্তিক-অনলে ? অসুনিধি শঙ্কুক শুষিল ? বুঝিলাম যম এৰে