এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রাঘব-বিজয় কাব্য প্রভু, নিবেদিতে দু'টি কথা ; শুন দয়া করি, সুধী, এ মিনতি মম। অপ্রিয় এ কথা তব, জানি সে সকলি । কিন্তু মন্ত্রী বলি সম্বোধ’ এ জনে যতদিন, যদি নাহি কহি অকপটে, অতল অধৰ্ম্মহ্রদে ডুবি আপনি । তেই নাথ দেখ বিচারিয়া । সব গেল ; মলিন সুবর্ণলঙ্ক, শোকের আঁধারে আজি । এ গগনে নক্ষত্র যতেক, একে একে ডুবিল সে গভীর আঁধারে । তুমি ত্বিষাম্পতি, প্রভূ, রাহুগ্ৰস্ত, আভাহীন। হের পুরবাসী জনে ; শুন কর্ণ মেলি, জীর্ণ-দগ্ধ হিয়া ভেদি উঠিছে গগনে রোদননিনাদ কত । অশ্রুবারি প্রস্রবণ-সম লেগে বহিছে এ পুরুমাঝে। জনশূন্য এই মহাপুরী, চাহে শান্তি ; রণসাধ এবে মিটিয়াছে পুরবাসি-রক্ষোরথি-বলে । তুমি রাজ, রাজধৰ্ম্ম পাল এ সঙ্কটে। বিতর শাস্তির সুধা তাপদগ্ধ জীবে। এ নহে বিগ্ৰহ কৰ্ভু ; বিধিচক্র, প্রভূ,