পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। جون محسیحمٰی অনিবাৰ্য্য-বেগে রক্ষ চলিল ধাইয়া । হাহাকারে আর্তনাদে নিশাচরদল পুরিল অশোকবন চারিদিক জুড়ি । “নারীবধ না কর, না কর ; সতীদেহে নাহি কর অস্ত্রাঘাত।” দূর হতে বারংবার এই রব অম্বর ভেদিয়া, শতকণ্ঠে নিনাদিল রক্ষে নিবারিতে। শুনি সেই কোলাহল, চমকি হেরিলা দেবী আসিছে ধাইয়া মহাশূর, হেরে যথা কুরঙ্গিণী, মহাকায় ভীষণ গণ্ডারে । বুঝিল সকলি সতী রঘুকুলবধূ, অসহায় । “হায় নাথ” বলিয়া আমনি কাদিয়া উঠিলা দেবী মৰ্ম্মভেদী স্বরে । ছিন্নগ্ৰন্থিময় বল্কল দহিয়া, সৰ্ব্ব অঙ্গে দীপ্তজালা বহিরিল ফুটি । রুক্ষকেশে একবেণী পড়িল খসিয়া । “হায় নাথ, তব জায়া আমি, রঘুকুলবধূ; জনকদুহিত,—অসহায়-সম মোরে আসিছে বধিতে নিশাচর। রক্ষ মহাবাহু আজি এ বিপত্তিকালে। হা সৌমিত্রি,