পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী So 4 পড়িল। মাধব ঘোষ তাহার সম্মুখে এক দীর্ঘাকৃতি ভীষণদর্শন পুরুষকে দেখিতে পাইল । তাহার দেহ তেজোব্যঞ্জক এবং সে সশস্ত্র ছিল । মাধবের অস্ত্র যে ব্যক্তি কাড়িয়া লইয়াছিল, তাহাকে লক্ষ্য করিতে অপর ব্যক্তি অতি মৃদুস্বরে বলিল, বেঁধে ফেল, বেঁধে ফেল ; মেঘ না চাইতেই দেখছি জল । আগে ওর মুখ বন্ধ কর। অন্য ব্যক্তি ততক্ষণে একটা গামছা ও খানিকটা দড়ি তাহার কোমর হইতে বাহির করিয়া গামছা মুথে পুরিয়া মাধবের কণ্ঠরোধ করিয়া তাহার হাত পা বাধিতে লাগিল । প্রথমোক্ত ব্যক্তি মাধবকে চাপিয়া ধরিয়া রহিল । মাধব দেখিল, ধস্তাধস্তি করিয়া কোনও লাভ নাই, চীৎকার করিয়া কোনও লাভ নাই, চীংকার করিয়া সাহায্য প্রার্থনা করাও অসম্ভব ; সে নিঃশব্দে আত্মসমপণ করিল। পূৰ্ব্ববং নিম্নস্বরে পুনরায় হুকুম হইল, একে পাজাকোল ক’রে ধীরে নিয়ে চল । বন্ধনকারী মাধবকে তাহার বিরাট বাহুর সাহায্যে শূন্যে তুলিল এবং প্রায় অবলীলাক্রমে সেই হতভাগ্য যুবককে লইয়া চলিল। অন্যজন তাহারা অনুসরণ করিল। তাহার এমন নিঃশব্দে ও তৎপরতার সহিত কাৰ্য্য সমাধা করিল যে, বাড়ির কেহই এই ব্যাপারের বিন্দুবিসর্গও জানিল না ।