পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী ११ আবার বিয়ে করবে ? বলি, এমন সোনার চাদের মত বড কোথায় পাবে সে ? অার একটা কচি মেয়েকে ঘরে আনলেই সে কি ঘরগেরস্থালী সামলাতে পারবে ? ন মা, তুমি ঘরে ফিরে না, বরঞ্চ তোমার বোনের ঘরে গিয়ে দেপ ও কি করে । কনক বলিল, তাই কি হবার জো আছে স্বকীর মা, বোনের ঘরে যাওয়ার মুখও ওর নাই । মাতঙ্গিনী লজ্জায় ও ঘৃণায় অধোবদন স্তষ্টয়া রহিল । কনক বলিতে লাগিল, মাধববাবু তাদের বাড়িতে গেল শ্রাদ্ধের সময় রাজুদাকে নেমস্তন্ন করে নি বলে ও ওর বোনের সঙ্গে কি কম ঝগড়াটাঠ করেছে । আমাদের বাড়িতেই কে রাখতে পারতাম, কিন্তু জানই তো সুকীর মা, আমরা কত গরিব । ওকে নিয়ে সাব, আর ও উপোস করে মরবে । এটাই কি ভাল ? সুকীর মা কপালে করাঘাত করিয়া বলিল, মরণ ! কি বোক মেয়ে তুমি বাছ । অমন স্বামীর জন্তে বোনের সঙ্গে ঝগড়া কপু ! ত’ ੋਫ আমার জামাই—আমি কি শুধু তাকেই কথা শোনাতাম । তার বা মারও কি রক্ষে থাকত নাকি ? মরুকগে, আয় মা, তুষ্ট আমার সঙ্গে । বিপন্ন ও স্তব্ধ মাতঙ্গিনীর দিকে ফিরিয়া সে বলিল, আমার সঙ্গে এসো, আমাদের গিন্নার সঙ্গে যতদিন খুশি তুমি থাকবে। বড় ঠাকরুণ তোমাকে বড় ভালবাসেন, তোমাকে পেলে তিনি খুশিই হবেন । তারপর তোমার স্বামীর রাগ পড়লে, তা সে শিগগিরই পড়বে, তোমাকে বাড়িতে যেতে সাপাসাপি করলে তবে তুমি যেয়ে । দেখো, যেন চট করে আবার তার কথায় ভুলে মেয়ে না ; নাকের জলে চোথের জলে হয়ে দাতে খড় কেটে সে তোমাকে নিয়ে যাবে, তবে বাবে তুমি। কনকের আনন্দ আর ধরে না, উল্লসিত হইয়। সে বলিয়া উঠিল, হ্যা, হ্যা, ঠিক বলেছ সুকীর মা, ও তোমার সঙ্গেই এখন যাক । কি বলিস দিদি ? সুকীর মায়ের সঙ্গে যাওয়াটাই কি সব চাইতে ভাল হবে না ?