পাতা:রাজযোগ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রত্যাহার ও ধারণা একটা জিনিষেব উপর স্থির হইয়া বসে না, যাহার কেবল একটুখানি আমোদেব অন্বেষণ করে, তাহদের পক্ষে ধৰ্ম্ম ও দর্শন কেবল ক্ষণিক আমোদের জন্ত ; সেই আমোদটুকু তাহারা পাইয়াও থাকে । ইহারা সাধনে অধ্যবসায়হীন । তাহার কৰ্ম্মকথা শুনিয়া মনে কবে, বাং, এ ত বেশ, তার পর বাড়ীতে গিয়া সব ভুলিয়া যায়। সিদ্ধ হইতে হইলে প্রবল অধ্যবসায়, মনের অসীম বল আবগুক। অধ্যবসায়শীল সাধক বলেন, “আমি গণ্ডষে সমুদ্র পান করিব। আমার ইচ্ছামাত্রে পৰ্ব্বত চূর্ণ হইয়া যাইবে । এইরূপ তেজঃ, এইরূপ সঙ্কল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই সেই পরমপদ লাভ হইবে। ৯s'iu.*ৱৈ >☾