পাতা:রাজযোগ.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ পাইতে হইলে, তোমার আর চার জন্ম লাগিবে। তখন সেই যোগী অতিশয় বিলাপ করিয়া বলিতে লাগিলেন, আমি এত ধ্যান করিয়াছি যে, আমার চতুর্দিকে বল্পীক-স্ত,প হইয়া গিয়াছে, আমার এখনও চারি জন্ম অবশিষ্ট আছে!’ নারদ তখন অপর ব্যক্তির নিকট গমন করিলেন । সে র্তাহাকে জিজ্ঞাসা করিল, “আমার কথা কি ভগৰানের নিকট জিজ্ঞাসা করিয়াছিলেন ?” নারদ বলিলেন, "হুঁ, ভগবান বলিলেন, এই তোমার সম্মুখে তিন্তিড়ী বৃক্ষ রহিয়াছে, ইহার যতগুলি পত্র আছে, তোমাকে ততবার জন্মগ্রহণ করিতে হইবে।” এই কথা শুনিয়া সে আনন্দে নৃত্য করিতে লাগিল, বলিল, “আমি এত অল্প সময়ের মধ্যে মুক্তিলাভ করিব !' তখন এক দৈববাণী হইল, “বৎস, তুমি এই মুহূৰ্ত্তে মুক্তিলাভ করিবে ।’ সে ব্যক্তি এইরূপ অধ্যবসায় সম্পন্ন ছিল বলিয়াই, তাহার ঐ পুবস্কার লাভ হইল । সে ব্যক্তি এত জন্ম সাধন করিতে প্রস্তুত ছিল । কিছুতেই তাহাকে নিরুদ্যম করিতে পারে নাই। কিন্তু ঐ প্রথমোক্ত ব্যক্তি চাবি জন্মকেই বড় বেশী মনে করিয়াছিল। সে ব্যক্তি মুক্তির জন্ত শত শত যুগ অপেক্ষা কবিতে প্রস্তুত ছিল, তাহার স্থায় অধ্যবসায়সম্পন্ন হইলেই উচ্চতম ফলান্ত হইয়া থাকে। ৯% ১২২