পাতা:রাজযোগ.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র দুঃখুদে নস্যাঙ্গমেজয়ত্বশ্বাসপ্রশ্বাস বিক্ষেপসহভুবঃ ॥ ৩১ ॥ সূত্রার্থ।—তুঃখ, মন খারাপ হওয়া, শরীর নড়া, ( অঙ্গম্+এজয়ত্ব। yএজু কম্পনে) অনিয়মিত শ্বাসপ্রশ্বাস, এইগুলি একাগ্রতার অভাবের সঙ্গেসঙ্গে উৎপন্ন হয়। ব্যাখ্যা । যখনই যখনই একাগ্রতা অভ্যাস করা যায়, তখন তখনই মন ও শরীর সম্পূর্ণ স্থিরভাব ধারণ করে। যখন ঠিক পথে সাধনা না হয়, অথবা যখন চিত্ত রীতিমতু সংযত না থাকে, তখনই এই বিঘ্নগুলি আসিয়া উপস্থিত হয়। ওঙ্কার জপ ও ঈশ্বরে আত্মসমর্পণ হইতেই মন দৃঢ় হয় ও নুতন বল আইসে। সাধনপথে প্রায় সকলেরই এইরূপ স্নায়বীয় চাঞ্চল্য উপস্থিত হয় । ওদিকে খেয়াল না করিয়া সাধন করিয়া যাও । সাধনেব দ্বারাই ওগুলি চলিয়। যাইবে, তখন আসন স্থির হইবে। তৎপ্রতিষেধার্থমেকত্ত্বাভ্যাসঃ ॥ ৩২ ॥ সূত্রার্থ।—ইহা নিবারণের জন্য এক-তত্ত্ব ( ঈশ্বর বা স্থলাদি বা অভিমত তত্ত্ব ) অভ্যাসের আবশ্যক। ব্যাখ্যা । কিছুক্ষণের জন্য মনকে কোন বিষয়বিশেষের আকারে আকারিত করিবাব চেষ্টা কবিলে পূৰ্ব্বোক্ত বিঘ্নগুলি চলিয়া যায়। এই উপদেশটি খুব সাধারণ ভাবে দেওয়া হইল। পর সূত্রগুলিতে এই উপদেশটিই বিস্তারিতভাবে বিবৃত হইবে ও বিশেষবিশেষ ধোয় বিষয়ে এই সাধারণ উপদেশের প্রয়োগ উপদিষ্ট হইবে। এক প্রকার অভ্যাস সকলের পক্ষে থাটিতে 3°、○