পাতা:রাজযোগ.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র মতে, সমুদয় পুণ্যকৰ্ম্মে মুখ ও সমুদয় পাপকৰ্ম্মে দুঃখ আনয়ন করে। যে ব্যক্তি কোন অসৎ কাৰ্য্য করে, সে নিশ্চয়ই ক্লেশল্পপে তাহার কৃতকৰ্ম্মের ফলভোগ করিবে । তে হলাদপরিতাপফলাঃ পুণ্যাপুণ্যহেতুত্বাৎ ॥ ১৪ ॥ সূত্রার্থ।—পুণ্য ও পাপ উহাদের কারণ বলিয়া উহাদের ফল আনন্দ ও দুঃখ । - পরিণামতাপসংস্কারদুঃখৈগুণবৃত্তিবিরোধাচ্চ দুঃখমেব সৰ্ব্বং বিবেকিনঃ ॥ ১৫ ॥. সূত্রার্থ।—কি পরিণাম-কালে, কি ভোগ-কালে, ভোগব্যাঘাতের আশঙ্কায়, অথবা মুখের সংস্কারজনিত তৃষ্ণার প্রসবকারী বলিয়, আর গুণবৃত্তি, অর্থাৎ সত্ত্ব, রজঃ, তমঃ পরস্পর পরস্পরের বিরোধী বলিয়া বিবেকীর নিকট সবই দুঃখ বলিয়া বোধ হয়। e ব্যাখ্যা । যোগীরা বলেন, যাহাব বিবেকশক্তি আছে, যাহার একটু ভিতরের দিকে দৃষ্টি আছে, তিনি মুখ ও দুঃখ নামধেয় সৰ্ব্ববিধ বস্তুর অন্তস্তল পৰ্যন্ত দেখিয়া থাকেন, আর জানিতে পারেন যে, উহারা সৰ্ব্বদা সৰ্ব্বত্র সমভাবে রহিয়াছে । একটির সঙ্গে আর একটি যেন জড়াইয়া, একটি যেন আর একটিতে মিশাইয়া আছে। সেই বিবেকী পুরুষ দেখিতে পান যে, মানুষ সমুদয় জীবন কেবল এক আলেয়ার অনুসরণ করিতেছে ; সে কখনই-তাছার বাসনা পুত্রণে সমর্থ হয় না। এক সময়ে মহারাজ - -২১৭