পাতা:রাজযোগ.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র বহু মাইল দূরে কোন কথাবাৰ্ত্ত বা শব্দ হইলেও তিনি শুনিতে পান। কায়াকাশয়োঃ সম্বন্ধসংযম| ল্লযুতুলসমাপত্তেশ্চাকাশগমনম্ ॥৪৩ সূত্রার্থ।—শরীর ও আকাশের সম্বন্ধের উপর চিত্তসংযম করিয়া এবং তুলাব ন্যায় আপনাকে লঘু ভাবনা . করিয়া যোগী আকাশের মধ্য দিয়া গমন করিতে পারেন । o ব্যাখ্যা । আকাশই এই শণীবের উপাদান ; আকাশই একপ্রকার বিকৃত হইয়া এই শবীররূপ ধারণ করিয়াছে। যদি যোগী শরীরের উপাদান ঐ আকাশ ধাতুর উপর সংযম প্রয়োগ করেন, তবে তিনি আকাশের স্তায় লঘুতা প্রাপ্ত হন ও যেখানে ইচ্ছ, বায়ুৰ মধ্য দিয়া যথায় তথায় যাইতে পাবেন। বহিরকল্পিতা বৃত্তিম হাবিদেহ ততঃ প্রকাশাবরণক্ষয়ঃ ॥88॥ সূত্রার্থ।—বাহিরে যে মনের যথার্থ বৃত্তি অর্থাৎ মনের ধারণা, তাহার নাম মহাবিদেহ ; তাহার উপর সংযমপ্রয়োগ করিলে প্রকাশের যে আবরণ, তাহার ক্ষয় হইয়া যায়। ব্যাখ্যা । মন অজ্ঞতাপ্রযুক্ত বিবেচনা করে, সে এই দেহের ভিতর দিয়া কাৰ্য্য করিতেছে। যদি মন সৰ্ব্বব্যাপী হয়, তবে २११