পাতা:রাজযোগ.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ প্রকাশ হইবার উপযুক্ত। ( অপরগুলি সেই সময়ের জন্য স্তিমিতভূবে থাকে।)

  • ব্যাখ্যা । মনে কর, আমি সৎ, অসৎ ও মিশ্রিত, এই তিন প্রকার কৰ্ম্মই করিলাম। তৎপরে মনে কর আমার মৃত্যু হইল, আমি ধর্গে দেবত হইলাম। মনুষ্যদেহের বাসনা আর দেবদেহের বাসনা একরূপ নহে। দেবশরীর ভোজন, পান কিছুই করে না। তাহা হইলে আত্মার যে প্রাক্তন অভুক্ত কৰ্ম্ম আহার ও পানের বাসনা স্বজন করিয়াছে, সেগুলি কোথায় যাইবে ? আমি যদি দেবতা হই, তাহা হইলে এই কৰ্ম্ম কোথায় যাইবে ? ইহার উত্তর এই যে, বাসনা উপযুক্ত অবস্থা ও ক্ষেত্র পাইলেই প্রকাশ পাইয়া থাকে। যে সকল বাসনার প্রকাশের উপযুক্ত অবস্থা আসিয়াছে, তাহারাই কেবল প্রকাশ পাইবে । অবশিষ্টগুলি সঞ্চিত হইয়া থাকিবে । এই জীবনেই আমাদের অনেক দেবোচিত, অনেক মনুম্বোচিত ও অনেক. পাশব বাসনা রহিয়াছে। আমি যদি দেবদেহ ধারণ করি, তবে কেবল শুভ বাসনাগুলিই প্রকাশ পাইবে, কারণ, তাহাদের প্রকাশের উপযুক্ত অবসর আসিয়াছে। আমি যদি পশুদেহ ধারণ করি, তাহা হইলে কেবল পাশৰ বাসনাগুলিই আসিবে। শুভ বাসনাগুলি তখন অপেক্ষা করিতে থাকিবে। ইহাতে কি দেখাইতেছে ? ইহাতে দেখাইতেছে যে, বাহিরে উপযুক্ত অবস্থ পাইলে বাসনাগুলিকে দমন করা যায়। কেবল যে-কৰ্ম্ম সেই অবস্থার উপযোগী, তাঁহাই প্রকাশ পাইবে। ইহাতে স্পষ্ট প্রমাণ হইতেছে যে, বাহিরের . ཅས་ཏྲ་སྔག অবস্থা কৰ্ম্মকেও দমন করিতে পারে ।

ՀaԵ