এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনের প্রথম সোপান প্রকার শক্তি আবগুক, তাই যোগাইতেছে ও ঐ শক্তিকে নিয়মিত করিতেছে | এক রাজীব এক মন্ত্রী ছিল, কোন কারণে রাজার অপ্রিয়পাত্র হওয়ায়, রাজা তাহাকে একটি অতি উচ্চ দুর্গের উচ্চতম প্রদেশে বদ্ধ করিয়া রাখিতে আদেশ করেন। রাজার আদেশ প্রতিপালিত হইল ; মন্ত্রীও সেই স্থানে বদ্ধ হইয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতে লাগিলেন। মন্ত্রীর এক পতিব্ৰত ভাৰ্য্যা ছিলেন, তিনি রজনী যোগে সেই দুর্গেব সমীপে আসিয়া দুর্গশীর্ষস্থিত পতিকে কহিলেন, “আমি কি উপায়ে আপনার মুক্তি-সাধন করিব বলিয়া দিন ।” মন্ত্রী কহিলেন, “আগামী বাত্রিতে একটি লম্বা কাছি, এক গাছি শক্ত দড়ি, এক বাণ্ডিল স্থতা, খানিকটা স্থল্ম রেসমেব স্থত, একটা গুব বে পোকা ও খানিকট মধু আনিও।” তাহার সহধৰ্ম্মিণী পতির এই কথা শুনিয়া অতিশয় বিস্ময়াবিষ্ট হইলেন । যাহা হউক তিনি পতির আজ্ঞানুসারে প্রার্থিত সমুদয় দ্রব্য গুলি আনয়ন করিলেন। মন্ত্রী তাহাকে রেশমের স্বত্রটি দৃঢ়ভাবে গুবরে পোকাটিতে সংযুক্ত করিয়া দিয়া, উহার শৃঙ্গে একবিন্দু মধু মাথাইয়া দিয়া উহার মস্তক উপবে রাথিয়া, উহাকে দুর্গপ্রাচীরে ছাড়িয়া দিতে বলিলেন। পতিব্ৰতা সমুদয় আজ্ঞা প্রতিপালন করিলেন । তথন সেই কীট তাহার দীর্ঘ পথ-যাত্রা আরম্ভ করিল। সম্মুখে মধুর আম্ৰাণ পাইয়া সে ঐ মধুলোভে আস্তে আস্তে অগ্রসর হইতে লাগিল, এইরূপে সে দুর্গের~ীর্ষদেশে উপনীত হইল। মন্ত্রী উহাকে ধরিলেন ও তৎসঙ্গে রেশমকুত্ৰটিও ধরিলেন, তৎপরে তাহার স্ত্রীকে রেশম-স্বত্রের অপরাংশ ঐ যে আর এক বাণ্ডিল wo