পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । , వ్యజ్లో

  • মাণিকলাল তখন রাণার পদধূলি গ্রহণ করিল। এবং

রাণাকে ক্ষণকাল অবস্থিতি করাইয়া গুছামধ্যে প্রবেশ করিয়া তথা হইতে অপহৃত মুক্তাবলম্ব, পত্র দুইখানি, এবং অশিষ্ট্রফি চারিখও আনিয়া দিল । বলিল, “ব্রাহ্মণের বাহ আমরা কাড়িয়া লইয়াছিলাম, তাহ শ্ৰীচরণে অর্পণ করিতেছি। পত্ৰ চইখানি আপনারই জন্য। দাস যে উহা পাঠ করিয়াছে, সে অপরাধ মার্জনা করিবেন।” রাণা পত্র হস্তে লইয়াদেখিলেন, তাহারই নামাঙ্কিত শিরোনামা ! বলিলেন, -- “মাণিকলাল-পত্ৰ পড়িবার এ স্থান নহে অামার সঙ্গে জাইস-তোমর পথ জান, পথ দেখাও ” - মাণিকলাল পথ দেখাইয়া চলিল । রাণী দেখিলেন ৰে জম্বা একবার তাহার ক্ষত ও আহত হস্তের প্রতি দৃষ্টিপাত করিতেছে না, বা তৎসম্বন্ধে একটা কথাও বলিতেছে নাবা একবার মুখ বিকৃত করিতেছে না । রাণ শীঘ্রই বন হইতে বেগবতী ক্ষীণাতটিনীতীরে এক সুরমা নিস্তৃত স্থানে জাসিয়া উপস্থিত হইলেন। অষ্টম পঞ্জিস্থাপ’ তথায়, উপলঘাতিনী কলনদিনী তটিনীয়ৰ সঙ্গে তুমঙ্গশৰ ৰাষ্ট্র এবং স্বরলক্ট্ৰী ৰিকীৰ্ষকী কুদবিহঙ্গমগণ ধ্বনি