পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । 俄岛 নিৰ্ম্মল বলিল “আমিও মৰিব । ভূমি আমার কেলিয়া গেলেই কি আমি বাচিব ?” চঞ্চল বলিল, “ছি । অমন কথা বলিও না-আমার দুঃখের উপর কেন দুঃখ বাড়াও ?” নিৰ্ম্মল বলিল, “তুমি আমাকে লইয়া যাও, বা না যাও, আমি নিশ্চয় তোমার সঙ্গে ধাইব—কেহ রাখিতে পারিবে না।” দুইজনে কঁাদিয়া রাত্রি কাটাইল । & এদিকে, সৈয়দ হাসান জালি খী, মনসবদার-মোগল সৈন্যের সেনাপতি, রাত্রি প্রভাতে রাজকুমারীকে লইয়া বাইবার সকল উদ্যোগ করিয়া স্লাখিলেন ।

  • so

একাদশ পরিচ্ছেদ । এই সময়ে,একবার মাণিকলালের কথা পাড়িতে হইল । মাণিকলাল রাণার নিকট হইতে বিদায় হইয়া, প্রথমে আবার সেই পৰ্ব্বতগুহায় ফিরিয়া গেল । আর সে দ্বস্থ্যতা কৱিবে, এমত বসন ছিল না, কিন্তু পূৰ্ব্বস্বস্তুগণ মরিল 窝 ৰচিল তাহা দেখিবে না কেন ? খঙ্গি কেই একেবাঞ্জে ಇ মরিশ্ন থাকে তবে তাহাৰ শুশ্ৰষা ৰূরিয়া বচাইতে হইবে । এই সকল ভাবিতে ভাবিতে মানিকলাল গুহাপ্রবেশ করিল। । • মেৰিল, দুইজন মারা পড়ির রহিয়াছে। ৰৈ কেৰ স্বস্থিত হইয়াছিল, সে সংজ্ঞালাভ করিয়া উঠিয়া কোথম্বুষ্টলির গিয়াছে। মাণিকৰ্ম্মল তখন বিষন্নচিত্ত্বে বন হইতে একরাশি