পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* . রাজসিংহ । রাজসিংহের দীপ্ত চক্ষু হইতে অগ্নিস্ফূলিঙ্গ নির্গত হইল * তিনি বলিলেন, “যত দিন হইতে মোগলবাদশাহ অবলাদিগের উপর অত্যাচার আরম্ভ করিরাছেন, ততদিন হইতে রাজপুতকল্পাদিগের বাছতে বল হইয়াছে।” তখন রাজসিংহ সিংহের ন্তায় গ্রীবাভঙ্গের সহিত, স্বজনবর্গের দিত্ত্বে ফিরিয়া বলিলেন, “রাজপুতের বাগযুদ্ধে অপটু। বৃথা কালহরণে প্রয়োজনু নাই-পীপিলিকার মত এই মোগলদিগকে মারিয়া ফেল ” এতক্ষণ বর্ষণোন্মুখ মেঘের ন্যায় উভয় সৈন্য স্তম্ভিত হইয়া ছিল-প্রভুর জাজ্ঞ ব্যতীত কেহই যুদ্ধে প্রবৃত্ত হইতে পারিতেছিল না। এক্ষণে রাণার আজ্ঞা পাইয়া “মাতা জা কি জন্ম" শবে রাজপুতের জলপ্রবাহবৎ মোগলসেনার উপরে পড়িল । এদিকে মবারকের আজ্ঞা পাইয়া, মোগলেরা “আল্লা —হে—আকবর !" শব্দ করিয়া তাহদের প্রতিরোধ করিতে উদ্যত হইল। কিন্তু সহসটভসেনাই নিপদ হইয়া ধাড়াইল ! সেই রণক্ষেত্রে উভয়সেনার মধ্যে অসি উত্তোলন করিয়া —স্থিরমূৰ্ত্তি চঞ্চলকুমারী দাড়াইয়া-সরিতেছে না। চঞ্চলকুমাৰী উচ্চৈঃস্বরে বলিতে লাগিলেন, 襯 “शउक५ मा ७कभन्न निशूख शग्र-उउभ१ फ्धाभि gथान হইতে নড়িব না। অগ্রে আমাকে ন মারিয়া কেহ অস্ত্র চালনা করিতে পরিবে না।” . রাজসিংহ রুষ্ট হইয় বলিলেন, , जन “তোমার এ অকৰ্ত্তব্য। স্বহস্তে তুমি রাজপুতকুলে এই কলঙ্ক লেপিতেছ কেন ? লোকে,লিবে, ਬਾਬਾਂ ,尊 & 。尊 - সাহান্ধুে রাজসিংহ প্রাণরক্ষা করিল " |